Skip to main content

সাবটাইটেল নিয়ে যত সমস্যার সমাধান

 

সাবটাইটেল অটো চালু হওয়া:

ভিনদেশী মুভি দেখার জন্য আমরা যারা সেই ভাষা বুঝি না, সেই মুভি ভালো করে বুঝতে হলে আমাদের কাছে পছন্দের ভাষার সাবটাইটেল ডাউনলোড করা ছাড়া আর উপায় থাকে না। তখন আমরা প্রায়ই দুইটি ভিন্ন জায়গা থেকে মুভি এবং সাবটাইটেল ডাউনলোড করি থাকে। এতে করে অনেক সময় একটা সমস্যার সম্মুখীন হয়। আর তা হলো, আমাদেরকে ম্যানুয়ালি সাবটাইটেল ফাইল প্লেয়ারে এড করতে করতে হয়। মুভি চালালে সাবটাইটেল অটো দেখায় না। কারণ, দুটি ভিন্ন জায়গা থেকে ডাউনলোড দেওয়ার কারণে ফাইল দুটির নাম ভিন্ন থাকে। আর, এই কারণে সাবটাইটেল অটো চালু হয় না।

ছোট একটু কাজ করলেই এই সমস্যার সমাধান করা যায়। আর তা হলো, প্রথমেই ফাইল দুটিকে একই ফোল্ডারে রাখা। এরপর যেকোনও একটু ফাইলকে রিনেম করে আরেক ফাইলের সাথে মিল রেখে নাম রাখা। ব্যাস, এরপর থেকে মুভি চালালে আর কিছুই করতে হবে না, সাবটাইটেল অটো চালু হয়ে যাবে।


মুভির সাথে সাবটাইটেল মিলে না:

বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, "মুভি ডাউনলোড দিয়েছিলাম, কিন্তু সাবটাইটেল মিলছে না।" এর সবচেয়ে বড়ো এবং প্রধান কারণ হচ্ছে, রান টাইমের পার্থক্য। দেখা যায়, অনুবাদক সাবটাইটেল করার সময় ১:২০:৩০ রান টাইমের মুভি থেকে সাবটাইটেল অনুবাদ করেছেন। কিন্তু, আপনি ডাউনলোড করে বসে আছেন ১:২৪:৪৩ রান টাইমের মুভি। তখনই আসলে মুভির সাথে সাবটাইটেল মিলে না। দেখা যায়, কথা আগে আসে নয়তো পরে আসে।

এই সমস্যার সমস্যার সমাধান পেতে হলে, একটু কষ্ট করতে হবে। প্রথমত মুভি পেলেই ডাউনলোড করা যাবে না। কোনও মুভি দেখতে চাইলে, মুভির নাম ঠিক করে সাবটাইটেলের ওয়েবসাইট গুলোতে দিয়ে নাম দিয়ে সার্চ করতে হবে। সেখানে না পেলে ফেসবুকে অনেক গ্রুপ আছে, সেখানে পোস্ট দিতে পারেন। কারণ, সাবটাইটেলের ওয়েবসাইটে না থাকলেও, অনেকের কাছে ব্যাক্তিগতভাবে সেভ করা থাকতে পারে। 

এখন ধরেন, আপনি সাবটাইটেলের ওয়েবসাইটেই পেয়ে গেলেন।তখন সবার প্রথমে দেখবেন সাবটাইটেলের রান টাইম কত। এখনকার প্রায় সব অনুবাদকই সাবটাইটেলের সাথে রান টাইম উল্লেখ করে দেয়। যদি উল্লেখ না করা থেকে তখন নাম দেখে মিলাতে হয়। ধরা যাক, রান টাইম উল্লেখ করা আছে। এখন সেই রান টাইমের সাথে মিল রেখে আপনাকে মুভি ডাউনলোড করতে হবে। বলে রাখা ভালো, মুভি 480p, 720p, 1080p যেই পিক্সেলেরই হোক না কেন রান টাইম সবসময় একই থাকবে। তখন আপনার ইচ্ছেমতো পিক্সেলের মুভি ডাউনলোড করতে পারেন। এতে করে মুভির সাথে সাবটাইটেলের কথা মেলার সম্ভাবনা একশত ভাগ।

রান টাইম না মিললেও, অনেক সময় সাবটাইটেল সিংক্রোনাইজ করেই সাব মেলানো যায়। সেক্ষেত্রে সামান্য একটু বাড়তি কষ্ট করতে হয়। মুভি দেখার জন্য বিভিন্ন মিডিয়া প্লেয়ার আছে। যেমন, VLC player, MX player. সাবটাইটেল সিংক্রোনাইজ করার জন্য সেটিংসে গিয়ে সাবটাইটেল সিংক্রোনাইজ অপশন খুঁজে বের হবে। অপশনে ক্লিক করলে দেখা যাবে একটা "+" (প্লাস) আর "- " (মাইনাস) বাটন এসেছে। তখন এক বাটনগুলো চেপে সাবটাইটেলের সময় আগে পরে করে সাবটাইটেল মিলিয়ে নিতে হবে।

Comments

Popular posts from this blog

Camera Scanner Image Scanner

Camera Scanner turns your mobile into an incredible scanner. Use your Camera as a high definition scanner. Take a picture of any paper documents and digitize it. Features -           Fast Document scanning -           Auto photo enhancing -           Smart cropping -           Share scanned file with people nearby And may more…………... Click here to go to Play Store

Note Everything

A note (notepad) application where you can create text-, voice- and paint-notes. Your notes can be organized in folders. You can create shortcuts on home, send notes, use live folders & much more! Get the Pro-Add-On for more features! Imports your Palm / Outlook Memos! Click here to go to Play Store

Root Checker

This application provides even the newest Android user with a simple method to check their device for root (administrator, superuser, or su) access. The application provides a very simple user interface that easily notifies the user whether or not they have properly setup root (superuser) access. This application will test the device for root (superuser) access using a very simple, quick, and reliable method that has been successful for over 10 million Android devices. The su binary is the most common binary used on Android devices to grant and manage root (superuser) access. Root Checker will check and verify that th5e su binary is located in a standard location on the device.  In addition, Root Checker will verify that the su binary is properly functioning in granting root (superuser) access. The application provides a very simple user interface that easily notifies the user whether or not they have properly setup root (superuser) access. This application will test the device for...