সাবটাইটেল অটো চালু হওয়া: ভিনদেশী মুভি দেখার জন্য আমরা যারা সেই ভাষা বুঝি না, সেই মুভি ভালো করে বুঝতে হলে আমাদের কাছে পছন্দের ভাষার সাবটাইটেল ডাউনলোড করা ছাড়া আর উপায় থাকে না। তখন আমরা প্রায়ই দুইটি ভিন্ন জায়গা থেকে মুভি এবং সাবটাইটেল ডাউনলোড করি থাকে। এতে করে অনেক সময় একটা সমস্যার সম্মুখীন হয়। আর তা হলো, আমাদেরকে ম্যানুয়ালি সাবটাইটেল ফাইল প্লেয়ারে এড করতে করতে হয়। মুভি চালালে সাবটাইটেল অটো দেখায় না। কারণ, দুটি ভিন্ন জায়গা থেকে ডাউনলোড দেওয়ার কারণে ফাইল দুটির নাম ভিন্ন থাকে। আর, এই কারণে সাবটাইটেল অটো চালু হয় না। ছোট একটু কাজ করলেই এই সমস্যার সমাধান করা যায়। আর তা হলো, প্রথমেই ফাইল দুটিকে একই ফোল্ডারে রাখা। এরপর যেকোনও একটু ফাইলকে রিনেম করে আরেক ফাইলের সাথে মিল রেখে নাম রাখা। ব্যাস, এরপর থেকে মুভি চালালে আর কিছুই করতে হবে না, সাবটাইটেল অটো চালু হয়ে যাবে। মুভির সাথে সাবটাইটেল মিলে না: বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, "মুভি ডাউনলোড দিয়েছিলাম, কিন্তু সাবটাইটেল মিলছে না।" এর সবচেয়ে বড়ো এবং প্রধান কারণ হচ্ছে, রান টাইমের পার্থক্য। দেখা যায়, অনুবাদক সাবটাইটেল কর...